E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ 

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৭:৪০:৩৮
‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ 

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন চালিয়ে গেছে বিএনপি। অবশেষে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় মাহিলাড়া বাজারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং শীতার্তদের মাঝে কম্বল প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতা দখলের রাজনীতি করে না, বরং জনগণের ভোটাধিকার, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কর্মী সভায় তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল লোকমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মালেক আকন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিন সিকদার প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কায়েস আহমেদ। শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান মাহিলাড়া ইউনিয়নের পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test