E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘ভোটার তালিকা হালনাগাদে সফল হয়নি ইসি’

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৩:৫৫:৪৬
‘ভোটার তালিকা হালনাগাদে সফল হয়নি ইসি’

স্টাফ রিপোর্টার : ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দেশের জনগণকে সম্পৃক্ত করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যার্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্বাচন কমিশন ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে বিতর্কিত হয়েছে। একইভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের পরে নবগঠিত নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হিয়ে হোঁচট খেয়েছে। এতে জনগণের মনে নতুন নতুন প্রশ্নের জন্ম হচ্ছে।

বাংলাদেশে জন্মগ্রহণ করা অনেক নাগরিক স্থায়ী ঠিকানাবিহীন থাকার কারণে তাদেরকে ভোটার তালিকার বাইরে রাখার বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। তিনি বলেন, যোগ্য একজন নাগরিক কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বাইরে থাকবে এর জবাব বর্তমান নির্বাচন কমিশনকে দিতে হবে। যোগ্য প্রত্যেক ব্যক্তির ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা কমিশনের দায়িত্ব।

সভায় দলটির নেতারা ভোটার হওয়ার যোগ্য প্রত্যেক নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত করতে সময় বাড়িয়ে ব্যাপক প্রচারণা চালানো এবং স্থায়ী ঠিকানাবিহীন ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানায়।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test