E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘প্রত্যেক খুনের বিচার হতে হবে’

২০২৫ জানুয়ারি ২৪ ১৩:০৭:০৬
‘প্রত্যেক খুনের বিচার হতে হবে’

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আবু সাঈদরা স্লোগান দিয়েছিলেন ‘উই ওয়ান জাস্টিস’। আমরাও ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না। ন্যায়বিচারের দাবি হচ্ছে, প্রত্যেক খুনের বিচার হতে হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরে আবু সাঈদ চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

হযরত মুহাম্মদকে (সা.) সর্বশ্রেষ্ঠ উল্লেখ করে জামায়াতে আমির বলেন, মক্কাবাসী তাকে অনেক কষ্ট দিয়েছে। শেষ পর্যন্ত হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। হিজরত করে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। মক্কা বিজয় শেষে প্রত্যেককে ক্ষমা করে দেন। কিন্তু ১০-১২ জনের নাম উল্লেখ করে বলেন, যারা মানুষ খুন করেছে এদের বিষয়ে আমি মাফ করে দিতে পারবো না। এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।

রাজনীতিবিদদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি যারা করেন তাদের কাছে আমার অনুরোধ, ভাই, বন্ধু, সন্তান মেহেরবানী করে শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। আমাদের আহত ও পঙ্গু ভাইদের প্রতি সম্মান দেখান। সমাজবিরোধী কোনো কাজ করবেন না। চাঁদাবাজি করবেন না। দখল বাণিজ্য ও মানুষের ওপর জুলুম করবেন না। মামলা বাণিজ্য করবেন না। ঘুস খাবেন না।

তিনি আরও বলেন, যদি এসব অন্যায়-অত্যাচার বন্ধ না হয়, আমরা শহীদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই সমাজ থেকে জঞ্জাল নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

ঐক্যের ডাক দিয়ে শফিকুর রহমান বলেন, পরস্পরকে সহযোগিতা করবেন। এই জাতিকে বিভক্ত দেখতে চাই না। টুকরো টুকরো জাতি হিসেবে দেখতে চাই না। ঐক্যবদ্ধ দেখতে চাই।

পথসভায় উদ্বোধনী বক্তৃতা দেন তাজহাট থানা জামায়াতের আমির রবিউল ইসলাম।

(ওএস/এএস/জানুয়ারি ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test