E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে’

২০২৫ জানুয়ারি ২২ ১৫:৫৭:৩০
‘অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে। এই প্রত্যাশা ১৮ কোটি মানুষের বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা পুনরায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল।

বুধবার (২২ জনিুয়ারি) দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে বন্দুকের মুখে রেখে যেভাবে পালিয়ে যায় সেভাবে ২০২৪ সালেও পালিয়েছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি, তাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সেটি হচ্ছে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওপরে দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট। আমরা বিএনপি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।

বিএনপির এই নেতা বলেন, গত ১৫ বছর যাবত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে । তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে কিন্তু তারা কখনোই স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না। তারা ১৯৭১ সালে কাপুরুষের মতো পালিয়েছিল, পরবর্তী সময় সংসদের ভেতরে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল গঠন করেছিল, আর গত ১৫ বছরে এই দেশে অলিখিত বাকশাল কায়েম করেছিল।

এ সময় লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, সহ-সভাপতি শরিফ উদ্দিন ভূঁইয়া বাবু, এমদাদ হোসেন খান, শিল্প বাণিজ্যবিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, ইউএই সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ রাসেল রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test