E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘নির্বাচিত সরকারই টেকসই সংস্কারের গ্যারান্টি’

২০২৫ জানুয়ারি ২১ ২০:০৬:৪৪
‘নির্বাচিত সরকারই টেকসই সংস্কারের গ্যারান্টি’

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বাংলাদেশের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সংস্কার কার্যক্রমের মূল চালিকাশক্তি জনগণের ম্যান্ডেট। তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার জনগণ গ্রহণ করবে না।”

আজ মঙ্গলবার যশোর চেম্বার অব কমার্স আয়োজিত খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বিএনপি ইতোমধ্যে ৩১ দফার সংস্কার প্রস্তাব দিয়েছে, যেখানে সংস্কারের স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। “এক্ষেত্রে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে প্রস্তাব উপস্থাপন ও বিল পাশ করবে। এই প্রক্রিয়া ছাড়া কোনো সংস্কার কার্যকর বা গ্রহণযোগ্য হবে না। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হবে,” বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রতি সমালোচনা করে আমির খসরু বলেন, “স্বৈরাচার সরকারের বাজেট ছুড়ে ফেলে দিন। পাঁচ মাস পেরিয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনো লুটপাটের বাজেটের বাস্তবায়ন করছে। এই বাজেটের বর্ধিত শুল্ক আরোপের ফলে দারিদ্র্য ও সংকট আরও বেড়েছে। জনগণের স্বার্থরক্ষায় একটি অন্তর্বর্তী বাজেট ঘোষণার প্রয়োজন।”

যশোর শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ব্যবসায়ী নেতারা নিজ নিজ অঞ্চলের ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

সভায় অংশগ্রহণকারী নেতারা অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এদিকে বিএনপির সংস্কার প্রস্তাবকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে সংস্কারের এ ধারণা কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।

(এসএ/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test