E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

২০২৫ জানুয়ারি ১৯ ১৮:৫৫:২১
‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যতে দলকে আরো শক্তিশালী, সু-সংগঠিত করে দেশের জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক ও ভোট প্রদানের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি লড়াই করছে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু আরও বলেছেন, বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করেছে। কারাভোগ করেছে হাজার হাজার মানুষ। এক দেড় মাসে সরকার হটিয়েছি এটা কেউ মনে করলে তারা বোকার স্বর্গে বাস করছেন।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

(টিবি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test