E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘শৃঙ্খলা ভঙ্গের কারণে ১২’শ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে’

২০২৫ জানুয়ারি ১৮ ১৯:০৭:০৭
‘শৃঙ্খলা ভঙ্গের কারণে ১২’শ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে’

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, যারা র্দীঘদিন ধরে রাজনীতি করছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ভবিষ্যতে দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন এমন নেতৃত্ব যেন কর্মীদের দ্বারা নির্বাচিত হয়।

আজ শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে নতুন কমিটি হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে। অনেক মতামত দেবে, ওই মতামতগুলো আমরা বিবেচনা করে দলকে শক্তিশালি করবো। আসন্ন নির্বাচনে দলীয় লোকের পক্ষে সর্বাত্মকভাবে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে প্রায় ১২’শ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। আমাদের স্পষ্ট বার্তা সুবিধাভোগী, অনিয়মকারীদের দলে স্থান হবেনা। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে দল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান। সভায় মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test