E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’ 

২০২৫ জানুয়ারি ১৭ ১৯:৫১:০৬
‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’ 

আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি-হুইপ মো. মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো স্থান নেই। আওয়ামী লীগের গত ১৫ বছরে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পাচারের টাকায় এখন বিদেশে বসে আরাম-আয়েশ করছে। এদিকে আনাচে-কানাচে থাকা পতিত সরকারের প্রেতাত্মারা অস্ত্রবাজি, দখলবাজী, চাঁদাবাজী করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এসব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা ইপিজেডের উনাইসার গেইট এলাকায় নাগরিক কমিটি আয়োজিত সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য আরেক পক্ষকে উস্কে দিয়ে পরিবেশ অশান্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি উনাইসার এলাকায় গুলি, ককটেল বিস্ফোরণসহ সন্ত্রাসী কর্মকাÐ করা হয়েছে। এখানকার ব্যবসায়ী ও বাসিন্দারা আতঙ্কের মধ্যে আছেন। এ অবস্থার নিরসন করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা হবে।

নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, নাগরিক কমিটির সদস্য সচিব মো. আবুল বাসারসহ ইপিজেড ও আশপাশের এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা সন্ত্রাসী-চাঁদাবাজদের পৃষ্ঠপোষক দাবি করে ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুবের অপসারণ দাবি করেন।

(এম/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test