E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘বিএনপি অশান্তি সৃষ্টি করা কোনো দল নয়’

২০২৫ জানুয়ারি ১০ ২৩:৫৬:৩০
‘বিএনপি অশান্তি সৃষ্টি করা কোনো দল নয়’

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্ততা সৃষ্টিতে আলোচনা সভা এবং শীতবস্ত্র উপহারের আয়োজন করা হয়।

১০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন উক্ত আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাসাস ও সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় ও সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি অধ্যাপক মামুন মাহমুদ এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি সেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ জেলা মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া বাংলাদেশকে বিশ্বের দরবারে সামনের সাড়িতে নিয়ে যাবেন তারেক রহমান। ২ বছর পূর্বে কিভাবে গড়ে তুলতে চায় এই বাংলাদেশকে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সেই সময় বিএনপি এই রাষ্ট্রকে মেরামত করবে, এ রাষ্ট্রকে পরিচালিত করবে, অর্থনৈতিকভাবে দুর্গস্থ একটি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। বিচার ব্যবস্থায় পিছিয়ে গিয়ে ছিলো, স্বাস্থ্য খাতে পিছিয়ে গিয়ে ছিলো এর মূল কারণ ছিলো বিগত ১৫ বছর একটি স্বৈরশাসক বাংলাদেশকে দখল করে রেখেছিলো। তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।

তিনি আরও বলেন, এই ৭নং ওয়ার্ডকে এলাকায় একটি সন্ত্রাসের জনপদ সৃষ্টি করা হয়েছিলো। একটি মাদকের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছিল। যারা পালিয়ে গেছে তাদের কিন্তু আপনারা পালাতে বলেন নাই। তারা অপরাধ করেছে বলেই তারা ভয়ে পালিয়ে গেছে। আমরা এই এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করছি। আমাদের নেতা-কর্মীরা সারাক্ষণ পাহাড়া দিচ্ছে। আমরা অশান্তি চাই না। বিএনপি অশান্তি সৃষ্টি করা কোনো দল নয়। আপনারা অতীতে বিএনপির শাসন দেখেছেন। আগামীদিনে যদি ভোটের মধ্যমে আবারও রাষ্ট্র ক্ষমতায় যায় তখন ইনশাআল্লাহ এই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের এই নেতৃবৃন্দরাই আপনাদের পাশে থাকবে।

বক্তব্য শেষে ওয়ার্ডের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়।

(এসএএস/এএস/জানুয়ারি ১০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test