E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘আ'লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিলো’

২০২৫ জানুয়ারি ০৮ ১৩:১৯:৩৮
‘আ'লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিলো’

আবু নাসের হুসাইন, সালথা : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু নয় বরং ভোগের বস্তু মনে করেছিলো। কিন্তু ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের জিনিস বলে। ভোগের রাজনীতি বাদ দিয়ে ত্যাগের রাজনীতি করতে হবে। যারাই ক্ষমতায় আসে, তারাই আগে ভোগ বিলাসের চিন্তা করে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে ফরিদপুরের সালথার বড় লক্ষনদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থা লক্ষ লক্ষ যুবক ছেলেদের লালন করে, যার ফলে দেশে যুবসমাজ ভালো কাজে নিয়োগ পায় না, এজন্য দেশে বেকারত্ব বেড়েছে। তাই সমাজে এমন একধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয়, তা হবে দেওয়ার রাজনীতি নেওয়ার রাজনীতি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই। ঈমানদাররা যদি ক্ষমতায় আসে তাহলে দেশে লুটপাট ও দূর্নীতি বন্ধ হয়ে যাবে। ঈমানদাররা যখন ক্ষমতায় আসবে তখন সব কিছুতেই শান্তি বিরাজ করবে। সমাজে কোন দারিদ্রতা থাকবে না। সমাজ থেকে অন্যায় অপরাধ কমে যাবে।

ইসলামী মহাসম্মেলনটি হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, চর কমলাপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা হেলালুদ্দিন, শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, খেলাফত যুব মজলিস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, বাইতুলমাল সম্পাদক মোল্লা হাবিবুর রহমান, খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, খেলাফত ছাত্র মজলিসের পশ্চিম জেলা শাখার সভাপতি মোল্লা রুহুল আমিন, খেলাফত যুব মজলিসের মজলিসে আমেলা সদস্য হাফেজ মুহাম্মাদুল্লাহ, মাওলানা খবির উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এএনএইচ/এএস/জানুয়ারি ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test