E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘গুপ্ত নয়, ৭৭ সাল থেকে প্রতি বছর ছাত্রশিবিরের সম্মেলন হয়েছে’

২০২৫ জানুয়ারি ০৩ ১৯:১০:৫৫
‘গুপ্ত নয়, ৭৭ সাল থেকে প্রতি বছর ছাত্রশিবিরের সম্মেলন হয়েছে’

স্টাফ রিপোর্টার : ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির গুপ্ত নয়, ১৯৭৭ সাল থেকে প্রতি বছর শিবিরের সম্মেলন হয়েছে। এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির নিয়ে আমাদের আগের প্রজন্মের ভাইয়েরা তো বলেছেন; আগের প্রজন্মকে কীভাবে উনারা সে সময় রান করেছেন। প্রত্যেকটা জিনিসের আসলে এভাবে প্রজন্মের একটা স্টেপ বাই স্টেপ থাকে, সময়টাকে উপলব্ধি করে তারা সেই আলোকে ডিসিশন নেন।

এ সময় তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির মিছিলের সংস্কৃতি দিয়ে কমিটি প্রকাশ করে না।

এই নেতা বলেন, শিবির সন্দেহ শিবির সন্দেহ শিবির সন্দেহ—মানে এত বেশি এটাকে রিড করা হয়েছে, মানে শিবির সন্দেহে পিটিয়ে মেরে ফেলা যাবেও—এটা একটা সার্টিফিকেশন।

জাহিদুল ইসলাম বলেন, আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস অসংখ্য ঘটনার সাক্ষী আমি মনে করি। আপনারা এখানে যারা আছেন অনেক সাক্ষী আছেন এ ঘটনাগুলোর। এরপর আমাদের ৫ আগস্টের পরবর্তী যে বাংলাদেশ এখানে আসলে ইমোশনাল অনেকগুলো বিষয় আছে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এখন আমাদেরকে প্রশ্ন করা হয়- আপনারা কি গুপ্ত; এত বড় একটা নির্যাতিত এত বড় একটা ভিকটিম সংগঠনের ওপর এই শব্দগুলো আরোপ করা—আমি জানি না এটা মানবতার কোন লেভেল থেকে প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে।

তিনি বলেন, আজকে ছাত্রশিবিরের এ প্রোগ্রাম কী প্রমাণ করে, ছাত্রশিবির গুপ্ত কোনো বিষয়? শিবিরের সায়েন্স ফেস কী প্রমাণ করে, শিবিরের গুরুত্ব কোন অংশে কম?

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বলেন, আমাদের সেই ৭৭ সাল থেকে প্রত্যেক বছর কেন্দ্রীয় সভা থেকে শুরু করে একেবারে ইউনিট পর্যন্ত প্রত্যেকটা সেটআপই হয়েছে। ছাত্রশিবির প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কন্টিনিউ করেছে। আগে মিডিয়ার ভাইয়েরা আমাদের কাছে আসতেন না, ইভেন আমরা যদি কোন একটা বিষয়ে বলতাম যে ভাই এটা কেউ আমাদের প্রচার করুন সেটাও তারা করতেন না। কেন করতেন না সেটা তাদেরও অনেক সীমাবদ্ধতা ছিল। ইভেন এমনও হয়েছে যে আমাদের নিউজ কাভারেজের কারণে অনেক সাংবাদিকের চাকরি নিয়ে টানা শুরু হয়েছে এরকম ঘটনা অসংখ্য।

তিনি বলেন, ছাত্রশিবিরের একজন সদস্য হিসেবে একটা মোর‌্যাল ভ্যালুস আমরা ক্রিয়েট করি সেটা হলো—নিজেকে এত বেশি উপস্থাপনের কিছু নাই। যেটা আমাদের শিশির মনির ভাই অনেকগুলো প্রত্যাশার কথা বলেছেন। যেমন, শিবিরের কিছু কমিটি এখন হচ্ছে দেখছি; কমিটি হওয়ার পর মাশাল্লাহ উনার পেছনে একটা গ্রুপ মিছিল করে; আবার উনার কমিটি হইছে কেন- পালটা আরেকটা গ্রুপ বিশাল মিছিল করে। তো এই ধরনের মিছিলের সংস্কৃতি দিয়ে আমরা আমাদের কমিটি প্রকাশ করি না, কমিটির ঢাকঢোল পেটানোর প্রয়োজনও ফিল করি না এবং আমরা দায়িত্বের অনুভূতিটাকে বেশি ফিল করি।

(ওএস/এসপি/জানুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test