E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘যারা আপনাদের সর্বনাশ করবে, সেই ব্যক্তির নামটা প্রকাশ করে দেন'

২০২৪ ডিসেম্বর ৩০ ১৫:৪৭:৫০
‘যারা আপনাদের সর্বনাশ করবে, সেই ব্যক্তির নামটা প্রকাশ করে দেন'

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, 'যারা আপনাদের সর্বনাশ করবে, সেই যেই ব্যক্তি হোক না কেনো-তাদের নামটা প্রকাশ করে দেন। সেই ব্যক্তি আমি হলেও আমার নামটাও বলে দেবেন। সমাজের ভণ্ডদের পরিচয় করিয়ে দেয়া উচিত। কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দুষ্কর্ম করতে পারে না। '

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সরকারি কলেজ মাঠে পথসভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো দিন ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষার দিকে নজর দেয়া হবে। তিনি বলেন, আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে রাষ্ট্রে কোন বৈষম্য থাকবে না, কোন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে।

ডা. শফিকুর রহমান আরো বলেন,' আমাদের দুর্নীতি-চাঁদাবাজির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এই দেশটা আমাদের সবার। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই দেশকে ভালবাসবো। সবার আগে শিক্ষা ও ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নেব।

তিনি বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্ববোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না। দেশকে আমরা সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। তাই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাহলে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া দেশকে আবার সমৃদ্ধ ও কল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কৃষকরা ফসল ফলাবে দেশকে সহযোগিতা করতে এবং দেশের মান উন্নত করতে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না। কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না। শিল্প, স্বাস্থ্য, শিক্ষাসহ সর্বক্ষেত্রে সমান্তরাল সমৃদ্ধ করে জাতিকে সাজানো বাগানের মতো দেশ উপহার দেব ইনশাআল্লাহ।'

পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান,জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ড.এনামুল হক,বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি মোঃ রাশেদুন নবী (বাবু), বীরগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ একে.এম দেলোয়ার হোসেন ও জেলা ছাত্রশিবিরের (উত্তর) এর সাবেক সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগ সেক্রেটারি মাওঃ মোঃ আমিনুল ইসলামসহ দলীয় নেতা-কর্মী অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

পথসভা শেষে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বীরগঞ্জে দলুয়ায় মাওলানা খোদা বখস (রহ.) এর কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে ঠাকুরগাঁও সার্কিট হাউজে গমন করেন।

(এসএএস/এএস/ডিসেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test