E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করতে চায় তুরস্ক’

২০২৪ নভেম্বর ২৪ ১৯:১৩:০৩
‘রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করতে চায় তুরস্ক’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক কাজ করতে চায়। তিনি বলেন, বিগত তিন মাসে সাংস্কৃতিক লেনদেন, চিকিৎসা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য খাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

আজ রবিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে আমীর খসরু বলেন, ‘নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। জনগণের প্রত্যাশা পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা প্রকাশ করি।’

এর আগে বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।

(ওএস/এসপি/নভেম্বর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test