E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে’

২০২৪ নভেম্বর ২২ ১৩:০৮:০৫
‘ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে’

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনাকে উৎখাত করতে এদেশের ছাত্র সমাজ, কৃষক সমাজ, যুব সমাজ, এদেশের রাজনৈতিকদলের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে।

আপনারা টেলিভিশনে দেখেছেন, ঢাকার রাজপথে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর কিভাবে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে। ছাত্র-জনতার রক্তে সয়লাব হয়ে গিয়েছিল ঢাকাসহ সারাদেশের রাজপথ। শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন গুলির সামনে নির্বিচারে তাকে হত্যা করা হয়েছে। মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাওয়াতো, সেই মুগ্ধকেও গুলি করে হত্যা করেছে স্বৈরশাসক।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রিন্সিপাল রইচ উদ্দীন আহমেদ চেরিট্যাবল ট্রাস্ট আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার জোনাইল ছাহাতরু রাইছিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা বাংলাদেশে প্রায় দেড় হাজার ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় ২০ হাজার ছাত্র-ছাত্রীকে আহত করা হয়েছে। তাদের কারো পা নেই, কারো হাত নেই, আবার কারো চোখ নেই, কারো বুকে রয়েছে গুলির চিহ্ন। তারা দুঃসহ অবস্থার মধ্য দিয়ে জীবন-যাপন করছে।

ছাত্র-ছাত্রীরা আবাবিল পাখিরমত স্বৈরশাসক শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। আবাবিল পাখি ছোট ছোট কষ্কর নিক্ষেপ করে আবরাহার হস্তীবাহিনীকে ধ্বংস করেছিল। হযরত মুসা (আ.) কে ধ্বংস করার জন্য ফেরাউন এসেছিল, তখন আল্লাহ তায়ালা ফেরাউনকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে ফেরাউন-নমরুদরা এভাবেই ধ্বংস হয়ে গেছে। পরাজিত স্বৈরাচার ও দোসররা ছাত্র-জনতার অর্জনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছেন এ ষড়যন্ত্র মোকাবিকলায় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বাংলাদেশ কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, জোনাইল ছাহাতরু রাইছিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা হানিফ উদ্দিন, খোর্দ্দ জোনাইল প্রিন্সিপাল রইচ উদ্দীন আহমেদ নূরানী হাফিজিয়া মাদরাসার সেক্রেটারী মির্জা শরিফুল ইসলাম প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test