E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

২০২৪ নভেম্বর ১১ ১৬:১০:৪৮
সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা।

সোমবার (১১ নভেম্বর) মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।

সৌজন্য সাক্ষাতের জন্য ডেরেক লো তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস পরিদর্শন করেন এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন।

বৈঠক শেষে জামায়াত নেতারা জানান, বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test