E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘দেশের কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে রাষ্ট্রের সর্বাত্মক আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি’

২০২৪ নভেম্বর ০৩ ১৮:৩৬:৩১
‘দেশের কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে রাষ্ট্রের সর্বাত্মক আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি’

মাদারীপুর প্রতিনিধি : জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, দেশ একটি কঠিন চ্যালেঞ্জের মোহনায় উপস্থিত হয়েছে। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে রাষ্ট্রের সর্বাত্মক আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আইনের শাসন একটি বিধিবদ্ধ ব্যবস্থা, রাষ্ট্রের সকল নাগরিকদের প্রতি আইনের সমান দৃষ্টি থাকে। সবার প্রতি আইন সমানভাবে প্রয়োগ হয়। 

রবিবার (৩ নভেম্বর) দুপুরে মাদারীপুরের পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকার প্লানেট কমিউনিটি সেন্টারে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা হলে সরকার ও জনগণ এই দুইয়ের মধ্যে আইন সমানভাবে প্রয়োগ হবে। কারো প্রতি আইনের অপব্যবহার হবে না, সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে দুর্বলের উপর সবলের অত্যাচার আর থাকবে না। আইনের শাসনের মধ্য দিয়ে কল্যাণকর রাস্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

শামীম হায়দার আরো বলেন, গত ৩৫ বছর ধরে সংস্কারের মহান ব্রত নিয়ে জাকের পার্টি সারাদেশে কাজ করে যাচ্ছে। তরুণদের আগামীতে দেশ পরিচালনার জন্য গড়ে তুলতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তরুণরা নিজের পাঁয়ে দাঁড়াতে পারলে নির্বাচনী সংস্কার ও রাজনৈতিক সংস্কার সম্ভব। তাহলে তরুণদের আর কখন রাজনৈতিক দল টোপ হিসেবে ব্যবহার করতে পারবে না।

তিনি আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা যেন আর কখনই সার্টিফিকেট তৈরীর কারখানায় পরিণত না হয়। বিশ^বিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম থাকতে হবে। যুগপোযুগি কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। তাহলে কর্মশক্তির নতুন এক বাংলাদেশের সৃষ্টি হবে। সেজন্য কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতে হবে।

সভায় জাকের পার্টির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(এএসএ/এসপি/নভেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test