E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে : সাকি

২০২৪ অক্টোবর ১৮ ১৯:০৫:০০
দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে : সাকি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বৈষম্যহীন দেশ গড়তে হলে জনসাধারণের মধ্যে বিরাজ করা ধনবৈষম্য দূর করতে হবে। গত ১৫ বছর লুটপাট ও ফ্যাসিস্ট আচরণ করেছে আওয়ামী লীগ। কেবল এই ১৫ বছরই নয়; দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে। গরীবরা তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ দেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যিনিই ক্ষমতায় তিনিই সমস্ত ক্ষমতার মালিক বনে যান। তিনি আরও বলেছেন, দেশে ক্ষমতার এমন ভারসাম্য তৈরি করতে হবে, যাতে জনসাধারণের কাছে প্রধানমন্ত্রী জবাবদিহিতা করতে বাধ্য হয়। সেজন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাদ দিতে হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত আটটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে শুরু হওয়া গণসংহতি আন্দোলন বরিশাল জেলার উদ্যোগে অনুষ্ঠিত গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি আরও বলেছেন, বাজারে আগুন, একশ’ টাকার নিচে সবজি নেই, দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। অতীতের সিন্ডিকেটের কারণে দাম কমাতে পারছে না অন্তর্র্বতীকালীন সরকার।

অনুষ্ঠিত গণসংলাপে বিশেষ অতিথি ছিলেন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় সদস্য এসএম আমজাদ হোসেন। দলের বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে গণসংলাপ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ।

(টিবি/এসপি/অক্টোবর ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test