E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশে সবার অধিকার সমান’

২০২৪ অক্টোবর ০১ ১৩:৫৪:৩৮
‘দেশে সবার অধিকার সমান’

স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে আকবর শাহ থানা জামায়াতের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দীপক দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার শুরা সদস্য ও আকবর শাহ থানার আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি মো. রেজাউল করিম, সমাজ সেবক ডা. শাহাদাত হোসেন ও আল আমীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ চৌধুরী।

সভায় প্রধান অতিথি বলেন, জামায়াত কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়। বিগত সরকার বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জামায়তকে সনাতনী ভাইদের থেকে দূরে রেখেছে। এখন সময় এসেছে কাছে এসে একে অপরকে জানার। ধার্মিক কখনো সাম্প্রদায়িক হতে পারে না। আমরা সবাই এদেশের নাগরিক, সবার সমান অধিকার। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর মাঝখানের দেয়ালটা ভেঙে দিতে হবে।

আকবর শাহ থানা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি এন্থনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কাট্টলী ওয়ার্ড জামায়তের আমির মোরশেদ জিয়াউদ্দিন , সমাজ সেবক রহিম উদ্দিন চৌধুরী, পূজা উদযাপন পরিষদ নেতা দোলন দেব, রবি শংকর, মিসেস ডা. মুখেশসহ আরো অনেকে।

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test