E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘স্বাধীন দেশে পরাধীন ছিলাম’

২০২৪ সেপ্টেম্বর ২৮ ১৮:০৫:২৩
‘স্বাধীন দেশে পরাধীন ছিলাম’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে পরাধীন ছিলাম। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণবিপ্লবের পরে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তাই এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষিত দূর্নীতিবাজ, খুনি, গুমি ও জুলুমবাজদের ক্ষমতায় নেয়া যাবে না। 

আজ শনিবার দুপুরে বরিশালের গৌরনদী সরকারি কলেজ মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ভারত বাক-স্বাধীনতার নামে, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) বিরুদ্ধে কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে সংগঠনের গৌরনদী উপজেলা সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান, উপজেলা সহ-সভাপতি ওবায়দুল হক নবী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসেন। গণসমাবেশে গৌরনদী সহ পাশ্ববর্তী উপজেলার ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test