E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে’

২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৮:৫৭:৩৯
‘সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, বাংলাদেশ হবে উৎপাদন ও উন্নয়নমুখী। সাতক্ষীরায় আমের উৎপাদন এত ভালো হয় তবুও সেখানে আম সংরক্ষণের হিমাগার নেই। বেড়িবাঁধ অত্যন্ত নাজুক। বিএনপি ক্ষমতায় এলে এসব দিকে নজর দেওয়া হবে। সুন্দরবনের ধারে পর্যটন ব্যবস্থাও উন্নত করা হবে।

রবিবার বিকালে সাতক্ষীরার কলারোয়া ফুটবল ময়দানে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশি-বিদেশি সকল ষঢ়যন্ত্রের বিশ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হোক আজকের অঙ্গীকার। ষড়যন্ত্রকারিরা চায় না এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

বিএনপি'র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সদ্য কারামুক্ত সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ও ড্যাব নেতা ডাক্তার শহিদুল আলম সহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশাল এই জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরো বলেন দীর্ঘ দেড় দশক ধরে বিএনপি ও বিরোধী দলীয় নেতৃবৃন্দের উপর অতীত স্বৈরাশাসক অকথ্য নির্যাতন করেছে। কিন্তু জনতার দুর্বার আন্দোলনে স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতন হলেও জনগণের ভোটের অধিকার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশে উন্নয়ন সম্ভব। কিন্তু জনগণের সরকার ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব না।

(আরকে/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test