E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিএনপি হিন্দু-মুসলমান বলে ভাগাভাগি করতে চায় না’

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১৮:৫২:০২
‘বিএনপি হিন্দু-মুসলমান বলে ভাগাভাগি করতে চায় না’

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। শেখ হাসিনা এখন কোথায় পালিয়ে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে বাতিল করবে কি করবে না, সেটা আমি জানি না। তবে আগামী জাতীয় নির্বাচন করার মতো অবস্থা থাকবে না আওয়ামী লীগের। আওয়ামী লীগকে এ দেশের জনগণ বাতিল করবে। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের পাশে থাকার লক্ষ্যে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী উপস্থিত মুরব্বিদের উদ্দেশে বলেন, ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ লুটতরাজ শুরু করেছিল। ৭৪-এর ভয়াবহ দুর্ভিক্ষ মুরব্বিরা দেখেছেন। লঙ্গরখানার পোড়া রুটি, আটার জাউ, আটার ফ্যান, ৮০ টাকা কেজি মুড়ি ও ৬০ টাকা কেজি লবণ খেয়েছেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ বলে- একমাত্র ওরাই এই দেশ স্বাধীন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১ সালের ২৬ মার্চ যদি স্বাধীনতার ঘোষণা না করতেন তাহলে এই দেশ স্বাধীন হতো না। মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের কথা বলে আমরা দেশ ভাগাভাগি করতে চাই না।

আমরা হিন্দু আর মুসলমান বলে ভাগাভাগি করতে চাই না। হিন্দু সম্প্রদায়ের অনেকের জায়গাজমি দখল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা হিন্দু ভাইদের দখলকৃত সেই জায়গাজমি উদ্ধার করে ফিরিয়ে দেব।

বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রীর সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, সাংগঠনিক সম্পাদক আলম মৃধা প্রমুখ বক্তৃতা করেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, তারেক রহমান বিএনপির নেতাকর্মীকে জনগণের পাশে থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে সাত সমুদ্র তেরো নদীর ওপারে রেখেছেন।

তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, জরুরি সরকারের সময় আঁতাত করে শেখ হাসিনা দেশের বাইরে গিয়েছিলেন। আমাদের নেত্রী বলেছিলেন, বাংলাদেশের মাটিতে আমার জন্ম, এই মাটি আমার ঠিকানা, অন্য কোনো ঠিকানা নাই, মরতে হয় এ দেশেই মরব। বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না।

বেগম খালেদা জিয়া কোথাও যায় নাই, আর জনগণের ভোট না নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসে আজ কেমন করে পালিয়ে গেছে। হাসিনা আর আওয়ামী লীগের ভাইয়েরা বোঝার চেষ্টা করুন, আপনাদের ঠিকানা কোথায়। নৌকার হাল কিন্তু নাই, হালবিহীন নৌকা নিয়ে মাতামাতি করে নিজেরা ধ্বংস হবেন না। আমরা আপনাদের ধ্বংস করতে চাই না। এ দেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test