E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘হতাহতের তথ্য না দিয়ে সরকার জাতিকে বিভ্রান্ত করতে চায়’

২০২৪ জুলাই ২৪ ২৩:০৪:৩১
‘হতাহতের তথ্য না দিয়ে সরকার জাতিকে বিভ্রান্ত করতে চায়’

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার শিক্ষার্থীদের আন্দোলনে হতাহতের বিষয়টি এড়িয়ে শুধু হামলা-ভাঙচুরের ঘটনা তুলে ধরে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এ পর্যন্ত বিরোধী দলের প্রায় ২০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সারাদেশে অন্তত দুই হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কতজন নিহত ও আহত হয়েছে, সরকার সেই তথ্য না দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়।’

‘সরকার শিক্ষার্থীদের আন্দোলনে হতাহতের বিষয়টি এড়িয়ে শুধু হামলা-ভাঙচুরের ঘটনা তুলে ধরার চেষ্টা করছে এবং বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা উল্লেখ করে অবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।

ফখরুল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত আমাদের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সরকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়ায় গ্রেপ্তার ও হতাহতের সঠিক তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি এবং সরকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তালাবদ্ধ করে রাখায় তারা এখনও তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারছেন না। আপনারা দেখেছেন কীভাবে আমাদের অফিসে অভিযান চালানো হয়েছে এবং সবকিছু তছনছ করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জামায়াত নেতা গোলাম পরওয়ার ও আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।

হতাহতের বিষয়ে তিনি বলেন, ‘কতজন নিহত ও আহত হয়েছে, সরকার সেই তথ্য না দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়।

‘সরকার শিক্ষার্থীদের আন্দোলনে হতাহতের বিষয়টি এড়িয়ে শুধু হামলা-ভাঙচুরের ঘটনা তুলে ধরার চেষ্টা করছে এবং বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘সরকার আন্দোলনের বিষয়টি পুরোপুরি বাদ দিতে চায় এবং হতাহতের ঘটনা বাদ দিয়ে কেবল সরকারি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাই সামনে আনতে চায়। কারণ তারা এর দায় বিএনপির ওপর চাপাতে চায়।

নাশকতামূলক কর্মকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সরকারের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।

ফখরুল বলেন, ‘আমরা আন্দোলনকে সমর্থন করেছি। তার মানে এই নয় যে আমরা নাশকতাকে পৃষ্ঠপোষকতা করেছি। তারা (সরকার) সহিংসতায় উসকানি দিয়েছে এবং সমস্যাটিকে টেনে এনেছে।’

তিনি দাবি করেন, দলের ৪০ বছরের রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাসে বিএনপি কখনও রাষ্ট্রের ওপর হামলা চালায়নি।

(ওএস/এএস/জুলাই ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test