E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘ভারতের সঙ্গে আসন্ন চুক্তির কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়’

২০২৪ জুন ২৭ ১৯:০৪:৩৭
‘ভারতের সঙ্গে আসন্ন চুক্তির কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত সফর করেছেন। এসময় উভয় দেশের রাষ্ট্রপ্রধানরা কয়েকটি চুক্তি ও সমঝোতা নিয়ে কথা বলেছেন। সেই প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। যেসব চুক্তি করা হচ্ছে, তার কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়৷ এমন চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করবেন না, যেটা জনগণের স্বার্থ বিরোধী।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন মন্তব্য তিনি।

অভিযোগ করে বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমাদের সবক দেন, চুক্তি ও সমঝোতার পার্থক্য নাকি বুঝি না৷ শুধু একটা কথা বলব, দেশের সঙ্গে বেইমানি করবেন না৷

এবার ভারত সফর থেকে সরকার কী এনেছে জানতে চেয়ে বিএনপি মহাসচিব বলেন, সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা নেই৷ ভারত নাকি আমাদের কাছের বন্ধু। এত কাছের বন্ধু কিন্তু সীমান্তে গুলি করে নাগরিক হত্যা করে। এমন নজির বিশ্বে কোথাও নেই৷ সরকার আত্মরক্ষার্থে যেসব কথা বলছে, তাতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম।

ফখরুল বলেন, দেশে আইনের শাসন নেই। প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে৷ বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত, সংবাদমাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে। বেআইনিভাবে দখল করা ক্ষমতাকে দীর্ঘায়িত করাই লক্ষ্য।

বিএনপি ক্ষমতায় যেতে চায় না দাবি করে তিনি আরও বলেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই৷ যারা আসবে, তাদের বরণ করে নেব৷ কিন্তু নিজেরা ক্ষমতায় থাকতে পুরো নির্বাচন ব্যবস্থাকে দখল করে নেবেন, সেটা হতে দেব না৷

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপির সাধারণ সভায় খালেদা জিয়া বলেছিলেন, আদালতের রায়ের পরে কোথায় থাকব জানি না৷ আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো পিছপা হবেন না।

এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী।

(ওএস/এসপি/জুন ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test