E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাতারাতি বিএনপি নেতৃত্বে তোলপাড়: আন্দোলনে ব্যর্থতার দায় নাকি অন্য কিছু?

২০২৪ জুন ২৫ ১৯:৩১:১১
রাতারাতি বিএনপি নেতৃত্বে তোলপাড়: আন্দোলনে ব্যর্থতার দায় নাকি অন্য কিছু?

স্টাফ রিপোর্টার : পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন, কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তনকে কেন্দ্র করে বিএনপির ভেতরে বাহিরে জলপনা কল্পনা চলছে। ক্ষুব্ধ সিনিয়র নেতাদের কারও কারও দাবি, নতুন গৃহীত উদ্যোগ নিয়ে দলের কোথায় কী আলোচনা হয়েছে তারা জানেন না। স্থায়ী কমিটিতে সাধারণ আলোচনা হয়ে থাকতে পারে, সেটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।

এদিকে ১৫ জুন ঈদের একদিন আগে দলের বিদেশ বিষয়ক কমিটি ভেঙে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই প্রধান হয়েছেন—সে নিয়েও ব্যাপক আলোচনা চললেও কোনো পর্যায় থেকে কেউ মুখ খুলছেনা। নেতারা বলছেন, ঘোষণার আগো এ নিয়েও ন্যূনতম ইঙ্গিত ছিলো না। ফলে কেনো এ ধরনের রদবদল হলো তা বুঝা যাচ্ছে না।

তবে কোনো ধরনের ‘ব্যর্থতার’ কারণে এ ধরনের ঘটনা ঘটেনি বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘মোটেও না... এসব বাজে কথা। আমাদের দলের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বরাবর যা হয়ে আসছে, চলমান একটা প্রক্রিয়ার মধ্যে এটা আছে। এখন কথা বলে কিছু কিছু লোক ফয়দা লুটতে চাচ্ছে…এসব কথা যারা বলে আমরা এর নিন্দা করি। যদিও খোদ বিএনপির নেতারা বলছেন, কেউ বলুক বা না বলুক ঘটনার পিছনে ঘটনা আছে।

কেন্দ্রীয় কমিটিতে রদবদল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রদবদল এসেছে। ৩৯ জন নেতাকে দলের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের প্রায় সবাই দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন। শনিবার (১৫ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি।

রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে ৩৯ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপির বিদেশ বিষয়ক দুটি কমিটি গঠন, প্রধান তারেক রহমান

বিএনপিতে চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকর হমান। দলের বর্তমান বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দিয়ে দুটি কমিটি গঠন করেছে বিএনপি। একই দিনে শনিবার (১৫ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।

উল্লেখ্য, এই কমিটিতে বিগত কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরীকে চার নম্বরে রাখা হয়েছে। আগের কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটিতে রাখা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য প্রদানে অস্বীকৃতি জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘যেহেতু কমিটিতে পরিবর্তনের কাজ চলছে, সে কারণে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে এটা বলতে পারি, আন্দোলন সংগ্রামে যারা সামনে ছিলেন, যারা কাজ করেছে ঝুঁকি নিয়ে, নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের প্রমোশনের মধ্য দিয়ে ভালো কিছুর আশা করছি।

(ওএস/এসপি/জুন ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test