E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিএনপির উপদেষ্টামণ্ডলীতে সাবেক রাষ্ট্রদূতসহ ৩ নতুন মুখ

২০২৪ জুন ২৪ ১৬:৪২:৩৬
বিএনপির উপদেষ্টামণ্ডলীতে সাবেক রাষ্ট্রদূতসহ ৩ নতুন মুখ

স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল করা হয়েছে। সম্প্রতি ৯টি কমিটি বাতিলের পর ভাইস চেয়ারম্যানসহ ৩৯ পদে রদবদল এনেছে দলটি। এর মধ্যে ১১ জনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়, যেখানে একজন ছিলেন নতুন মুখ। এবার আরও তিনজনকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে।

সোমবার (২৪ জুন) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নতুন তিনজন হলেন- সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভিরুল ইসলাম।

এর আগে গত ১৫ জুন ১০ জনকে উপদেষ্টা কাউন্সিলের সদস্য করে নিয়েছিল দলটি।

তারা হলেন, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন এবং সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন চৌধুরী পাইন।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি এবং ৮১ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়।

এ ছাড়া বৈদেশিক সম্পর্ক দেখভাল করতে গত ১৫ জুন নতুন গঠিত ‘চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি’তে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করে বিএনপি।

তারা হলেন- আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, ক্যানাডা), ড. এনামুল হক চৌধুরী (সিলেট), এএন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি), রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি), নাহিদ খান (সহআন্তর্জাকি বিষয়ক সম্পাদক বিএনপি), ড. তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এএস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া), বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া), ডলি নাসির (ইতালি), ড. গোলাম ফারুক শাহিন (নিউ ইয়র্ক), শফিক দেওয়ান (জার্মানি), ড. শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড), মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)।

(ওএস/এসপি/জুন ২৪ ২০২৪)

পাঠকের মতামত:

২৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test