E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘যিনি জোয়াল কাঁধে নিয়েছেন তিনিই বুঝবেন হালকা না ভারী’

২০২৩ ডিসেম্বর ০৪ ১৪:০১:১০
‘যিনি জোয়াল কাঁধে নিয়েছেন তিনিই বুঝবেন হালকা না ভারী’

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টি লাঙলের প্রার্থী কাজী ফিরোজ রশিদকে ইঙ্গিত করে সাঈদ খোকন বলেন, আমরা তো জানি না, লাঙলের জোয়াল কাঁধে নিলে কেমন ভারী লাগে, কতটা হালকা তা যে কাঁধে নেবে সেই বুঝবে। আমরা নৌকার মাঝি, উজানে নাও বেয়ে অভ্যস্ত। আমরা বিজয়ের বিষয়ে আশাবাদী।

সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে বৈধতা পাওয়ার পর ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন এসব কথা বলেন।

তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। প্রধানমন্ত্রী জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা উৎসবমুখর নির্বাচন জনগণকে উপহার দিতে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা সব সময় বলেছি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেটি পূরণের জন্যই সারাবিশ্বে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করি।

আজ আবার শরীকদের নিয়ে আওয়ামী লীগ আলোচনায় বসবেন। এতে কি আপনার আসন ছেড়ে দেওয়ার কোনো বিষয় আসতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, আশা করছি এমন কিছু হবে না। আমি নৌকা নিয়ে নির্বাচন করব সেই প্রত্যাশা রাখি।

(ওএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test