E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘জাতির সঙ্গে বেইমানি করা সমীচীন হবে না’

২০২৩ ডিসেম্বর ০২ ১৪:৫৭:০৩
‘জাতির সঙ্গে বেইমানি করা সমীচীন হবে না’

স্টাফ রিপোর্টার : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। বেইমান, মুনাফিকরা কাফেরদের থেকেও অধম। কোন অবস্থাতেই জাতির সঙ্গে বেইমানি করা সমীচীন হবে না। নির্বাচন বর্জন করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন।

শনিবার (২ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এসময় দেশবাসীকে রবি ও সোমবার (৩- ৪ ডিসেম্বর) অবরোধ পালনেরও আহ্বান জানান তিনি।

অলি আহমদ বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করছি। ভাগবাটোয়ারার নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নির্বাচন বর্জন করেছি। বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা গণমানুষের শত্রু, গণতন্ত্র এবং দেশের শত্রু। এসময় এলডিপির নেতাকর্মী, সমর্থকসহ বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, দেশে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা ও দেশ রক্ষার জন্য ঈমানি দ্বায়িত্ব পালন করতে হবে। আল্লাহর রহমতে ঈমানি পরীক্ষায় সবাই উত্তীর্ণ হবো এবং জাতীয় বেইমানদের দলে নিজেকে অন্তভুর্ক্ত করবো না।

(ওএস/এএস/ডিসেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test