E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘বিএনপিকে আর রাস্তায় দাঁড়াতে দেয়া হবে না’

২০২৩ সেপ্টেম্বর ২৭ ২২:০২:১২
‘বিএনপিকে আর রাস্তায় দাঁড়াতে দেয়া হবে না’

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : খেলা হবে ডিসেম্বরে উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেন, গণতন্ত্র ও দেশবিরোধী শক্তি বিএনপিকে আর রাস্তায় দাঁড়াতে দেয়া হবে না।

আজ বুধবার বিকেলে গাজীপুর টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমেরিকাকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘আগে নিজের ঘর সামলান; ট্রাম্পকে সামলাতে পারেন না, আমাদের সামলাবেন!" তিনি বলেন, যতো ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের রায়ে আগামী দিনেও শেখ হাসিনা ক্ষমতায় আসবে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন কখনই সফল হবে না।’

বিএনপির ঢাকা দখলের চেষ্টা আওয়ামীলীগ প্রতিহত করবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, বিদেশীদের উপর ভর করে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খানের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতির সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, আব্দুর রহমান, মো: কামাল হোসেন প্রমুখ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম ও পূর্ব থানাসহ বিভিন্ন ইউনিট থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। গাজীপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেন। ফলে সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাময়িক যানযট দেখা যায়।

(জেজি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test