E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আন্দোলনের মাধ্যমেই দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে’

২০১৪ এপ্রিল ২৯ ০৯:০১:৩৬
‘আন্দোলনের মাধ্যমেই দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে’

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের মাধ্যমেই দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। তিনি অভিযোগ করেন, এ অবৈধ সরকার শহর থেকে একের পর এক নেতাকর্মীদের অপহরণ করে গ্রামে নিয়ে হত্যা করছে। হত্যার শিকার হওয়া নেতাকর্মীদের অনেকেরই কোনো সন্ধান মিলছে না।

সোমবার রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় শেষে তিনি এ সব কথা বলেন।

সরকারের উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ক্ষমতায় অবৈধ পন্থায় টিকে থাকতে যতই হত্যা, গুম, খুন ও নির্যাতন করেন না কেন, দেশের জনগণ আমাদের সঙ্গে আছে এবং সব সময় থাকবে। আর সবাইকে সঙ্গে নিয়ে এ অবৈধ সরকারের পতন ঘটিয়ে একটি সুন্দর দেশ উপহার দেওয়া হবে।

খালেদা জিয়া জেলা নেতাদের উদ্দেশে বলেন, দলের সকল বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলা হচ্ছে। এবার দেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি থানা, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নারীদের গুরুত্ব দিয়ে দলে অন্তর্ভুক্ত করা হবে। যাদের যোগ্যতা, দক্ষতা, মেধা আছে, সংগঠন গতিশীল করার স্বার্থে তাদের নেতৃত্বে নিয়ে আসা হবে। কমিটিতে থাকবে নবীন-প্রবীণের সমন্বয়।

বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আওয়ামী লীগ প্রতিদিন মানুষ মারছে। প্রতিনিয়তই গুম, খুন বাড়ছে। অপহরণ করে মেরে ফেলা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের। বেওয়ারিশ ও অজ্ঞাতপরিচয়ে তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে যেখানে-সেখানে।

এর আগে দল পুনর্গঠনের ধারাবাহিকতায় শেরপুর জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন খালেদা জিয়া।

(ওএস/এইচআর/এপ্রিল ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test