E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে হবে : খালেদা

২০১৪ এপ্রিল ২৭ ০৯:৩৪:২৫
সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে হবে : খালেদা

স্টাফ রিপোর্টার : সরকার পতনে সর্বাত্মক আন্দোলনে চট্টগ্রামের নেতাদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে। কোনো মানুষ নিরাপদ নয়। প্রতিদিনই আমাদের নেতাকর্মীদের অপহরণ, হত্যা ও গুম করা হচ্ছে। এই সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জোর করে জনগণের ঘাড়ের ওপর চেপে বসেছে। সরকার যদি এ সব অন্যায়-অত্যাচার বন্ধ না করে পরিণতি হবে ভয়াবহ।’

খালেদা জিয়া গুলশানে নিজ কার্যালয়ে চট্টগ্রাম (উত্তর) জেলা তৃণমুলের সঙ্গে শনিবার রাত ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত মতবিনিময়কালে এ সব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘১৯৭৪ এর মতো দেশে এক ব্যক্তির শাসন চলছে। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সারাদেশে নতুন কমিটির মাধ্যমে এবার আন্দোলন হবে।শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।যারা রাজপথে থাকবেন না তাদের নেতৃত্ব দেওয়া হবে না। বিগত দিনে আমাদের আন্দোলনে কিছু ভুল ছিল তা আমরা চিহ্নিত করেছি।এবারের আন্দোলন হবে সরকার পতনের আন্দোলন।’

বিএনপি প্রধান বলেন, ‘আমরা বলেছি সংলাপের মাধ্যমে আলোচনা করে নির্দলীয় সরকারের অধীনেনিবার্চন দিন। কিন্তু তারা আহ্বানকে দুর্বলতা ভাবছে। আমরা দুর্বল নই। দেশের ৯৫ ভাগ জনগণ বিএনপির পক্ষে আছে।’

বিএনপিরচট্টগ্রাম (উত্তর) কমিটিবিলুপ্তআহ্বায়ককমিটিগঠন :

চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে আহ্বায়ক ও কাজী হাসানকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত দেন।

এ সময়উপস্থিত ছিলেন- চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও সহসভাপতি এস এম ফজলুল হকসহ প্রায় শতাধিক তৃণমুল নেতাকর্মী। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, মো. শাহজাহান, সালাহ উদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক খন্দকার গোলাম আকবর।

(এইচআর/এপ্রিল ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test