E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপি’র আন্দোলন হবে গণতান্ত্রিক: রিজভী

২০১৪ আগস্ট ০১ ১৪:৩৮:২২
বিএনপি’র আন্দোলন হবে গণতান্ত্রিক: রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি : ২০-দলীয় জোটের আন্দোলন কর্মসূচি হবে গণতান্ত্রিক ও আইনসঙ্গত বলে জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকারের আচরণের উপর নির্ভর করবে এই আন্দোলনের পরবর্তী রূপ কি হবে?'

আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়ায় নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়ার আগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এস মন্তব্য করেন। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, 'সমাবেশের অধিকার, কথা বলার অধিকার সংবিধান স্বীকৃত অধিকার। কিন্তু ক্রমাগতভাবে কন্ঠরোধ করে চলেছে এই সরকার। গণতন্ত্রে বিরোধী দলের যে অধিকার সেটিকে তারা ভয়াবহভাবে দমন করেছে। বিরোধী দলের অধিকার হরণ করছে। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে।'

রুহুল কবির রিজভী আহমেদ মঙ্গলবার রাতে ঈদ উপলক্ষে ঢাকা থেকে সস্ত্রীক কুড়িগ্রামে এসেছিলেন।

(ওএস/এটিআর/আগস্ট ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test