E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সালথায় কলেজ শিক্ষকের উপর অতর্কিত হামলা

২০১৭ সেপ্টেম্বর ২১ ১৯:০৭:৩৫
সালথায় কলেজ শিক্ষকের উপর অতর্কিত হামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আইয়ূব আলী খাঁন নামে এক কলেজ শিক্ষকের উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে। আইয়ূব আলী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি বিভাগের প্রদর্শক বলে জানা গেছে।

স্থানীয় ও কলেজ সূত্রে জানা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের মৃত আবুল হোসেন মোল্যার ছেলে পান্নু মোল্যা (৪৫) নামে এক বই ব্যবসায়ীর সাথে কিছুদিন যাবত বিরোধ চলছিল কলেজ শিক্ষক আইয়ুব আলীর। এরই সুত্রধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে যদুনন্দী বাজার সংলগ্ন কলেজ গেটের সামনে ওই শিকক্ষের উপর পান্নু মোল্যা লাঠিসোঁঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শিক্ষক আইয়ুব আলী গুরুত্বর আহত হয়। আহত শিক্ষককে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো: ওবায়দুর রহমান জানান, প্রতিষ্ঠান একাডেমিক নিয়মে চলে। আমার টিচার যদি কোনো অপরাধ করে থাকে সে আমাকে বলতে পারতো। আমি এর বিচার করতাম। আমাকে না জানিয়ে এ রকম অতর্কিত হমলার তীব্র নিন্দা জানাই। এছাড়া অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনারও জোর দাবী জানাচ্ছি।

সালথা থানার ওসি (তদন্ত) মো: ফায়কুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পান্নুসহ ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৭)



পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test