E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে ‘মৎস্য চাষে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার ও ক্ষতিকর প্রভাব’ বিষয়ে প্রশিক্ষণ

২০১৪ জুন ২১ ১৭:৪৬:৩২
ময়মনসিংহে ‘মৎস্য চাষে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার ও ক্ষতিকর প্রভাব’ বিষয়ে প্রশিক্ষণ

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে শনিবার গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে ৩টি উপজেলার সাংবাদিকদের ৩দিনব্যাপী ‘মৎস্য চাষে বিষাক্ত রাসায়নিক দ্রবাদির ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ক গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইয়াহিয়া মাহমুদ।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপপরিচালক ড. মোঃ জুলফিকার আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সিরাজুম মুনীর, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সহসভাপতি আলী হায়দার রবিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, আনোয়ার হোসেন শাহীন, পূর্বধলার আবু জাফর তালুকদার, তিলক রায় টুলু, পাক্ষিক সুবর্ণ বাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, সাজ্জাতুল ইসলাম, শেখ বিপ্লব, মশিউর রহমান কাউচার, হুমায়ুন কবির, তৌহিদুল আমিন তুহিন, সেলিম আল রাজ, নূর-ই-আলম প্রমুখ।
প্রধান অতিথি উদ্বোধনি বক্তব্যে বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৪০ লক্ষ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানি করা হয়। এতে প্রায় ১ লক্ষ লোকের জীবিকা নির্ভর করে। সাংবাদিক হলো দেশে ও জাতির বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমে দেশবাসীর কাছে মৎস্য চাষে বিষাক্ত রাসায়নিক দ্রব্যের ব্যহারের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম এ খাতের অগ্রযাত্রা ভূমিকা রাখবেন। প্রশিক্ষণে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর ও পূবর্ধলার প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার ২০জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

(এসএইএম/এএস/জুন ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test