E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘খেলাধুলাকে উৎসাহিত করে সমাজ থেকে জঙ্গিবাদ ও মাদককে নির্মুল করতে হবে’

২০১৭ মে ০৫ ১৯:৫৭:৪৪
‘খেলাধুলাকে উৎসাহিত করে সমাজ থেকে জঙ্গিবাদ ও মাদককে নির্মুল করতে হবে’

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পি বলেছেন, খেলাধুলাকে উৎসাহিত করে সমাজ থেকে জঙ্গিবাদ ও মাদককে নির্মুল করতে হবে। শুক্রবার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

টুর্নামেন্ট কমিটির সভাপতি ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার জ্যেষ্ঠপুত্র আ’লীগ নেতা আয়মন আকবর চৌধুরী বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার একান্ত সচিব মাহাবুব খান, অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান,সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ফরিদপুর জেলা পরিষদের সদস্য খোন্দকার জাকির হোসেন নিলু, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফ এম মহিউদ্দীন, নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম, ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, নেগরকান্দা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইউশা মুন্সী,বর্তমান প্যানেল মেয়র নিমাই চন্দ্র সরকার,নগরকান্দা পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, গট্রি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী লিটু প্রমুখ। তীব্র প্রতিদন্ধীতাপুর্ন ফাইনাল খেলায় নগরকান্দার ফুলসুতি দিশারী ক্লাব ২-০ গোলে মাগুরার মোহাম্মাদপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে সংসদ উপনেতা কৃষ্ণপুর ইউনিয়নে ১৯ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্ধোধন করেন।

(এনসিএস/এএস/মে ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test