E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় আ’লীগ নেতার উপর অতর্কিত হামলা

২০১৭ মে ০৪ ১৭:৩৫:০৭
সালথায় আ’লীগ নেতার উপর অতর্কিত হামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের উপর অতর্কিত হামলা করেছে। বুধবার দুপুরে ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাহবুব ঐ ইউনিয়নের উত্তর চন্ডিবর্দী গ্রামের অবঃ প্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মাহবুব আলম উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে ফুলবাড়িয়া কালী বটতলা অধীর বিশ্বাসের বাড়ির সামনে রাস্তায় গাছ ফেলে মটরসাইকেল গতিরোধ করে হামলা চালায় কয়েকজন যুবক। আহতবস্থায় তাকে মোকসুদপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ হামলার স্বীকার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, সালথা থেকে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের লোক মান্দার শেখ ও কালা শেখসহ ৫/৬ জনে পরিকল্পিতভাবে রাস্তায় গাছ ফেলে মাটরসাইকেলের গতিরোধ করে আমার উপর হামলা চালায়। এসময় আমি দৌড়ে পাশেই অধীর বিশ্বাসের ঘরের মধ্যে লুকিয়ে পড়ি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমি প্রানে বেঁচে যাই। এঘটনায় আমি বাদী হয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, বল্লভদি ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী মাহবুব আলম একজন ভাল মনের মানুষ। এই হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। যারা এই হামলা করেছে, তাদের শাস্তি হওয়া উচিত।

সালথা থানার এসআই রুবেল আহম্মেদ জানান, ভিডিও কনফারেন্স থেকে ফিরার পথে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহবুব আলমকে উদ্ধার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক বলেন, বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের উপর হামলার বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এএনএইচ/এএস/মে ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test