E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রকাশিত খবরের প্রতিবাদ

২০১৭ মার্চ ২০ ১৬:১৭:৫৯
প্রকাশিত খবরের প্রতিবাদ

গত ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখে উত্তরাধিকার ৭১ নিউজে 'বোয়ালমারীতে সরকারি টাকায় স্বাধীনতা বিরোধীর নামে সড়ক, মাদ্রাসা ও স্কুল!' শিরোনামে আমাদের প্রতিনিধির পাঠানো একটি খবর প্রকাশ পায়। দীর্ঘদিন পর সম্প্রতি মোঃ মজিবুর রহমান ও মোঃ আনিসুর রহমান মুন্নু মিয়া লিখিত ভাবে প্রকাশিত ওই খবরের প্রতিবাদ পাঠিয়েছেন। সকলের অবগতির জন্য প্রতিবাদ পত্রটি হুবহু প্রকাশ করা হল।

 

সম্পাদক,
দৈনিক উত্তরাধিকার ৭১ নিউজ
ঢাকা।
২২ ফেব্রুয়ারী ২০১৭ ইং
বিষয়:মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ।
জনাব,
আপনার পত্রিকায় গত ২৫শে ডিসেম্বর ২০১৬ তারিখে প্রকাশিত একটি সংবাদ 'বোয়ালমারীতে সরকারী টাকায় স্বাধীনতা বিরোধী….' প্রকাশ হয় যা দেরীতে হলেও আমাদের দৃষ্টি গোচর হয়েছে। যা আমাদের পরিবারের সকলকে মর্মাহত এবং সমাজে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

আপনার পত্রিকায় কর্মরত জনৈক বোয়ালমারীর প্রতিনিধি গত ২৫ ডিসেম্বর বোয়ালমারীতে সরকারি টাকায় স্বাধীনতা বিরোধী নামে সড়ক মাদ্রাসা ও স্কুল, নামে প্রতিবেদনটি ছাপা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ‍মিথ্যা এবং আমার মরহুম আব্দুর রহমান মিয়ার পরিবার বর্গ এর জোর প্রতিবাদ এবং প্রকৃত সত্য সংবাদ প্রকাশের জোর দাবী জানাচ্ছি। সংবাদে প্রকাশিত যেসব মিথ্যা তথ্য প্রকাশিত হয়েছে নিন্মে এ বিষয়ে আমাদের মতামত দেওয়া হলো :
১. যুদ্ধের সময় আমাদের বাবা মরহুম আব্দুর রহমান মিয়া একজন সরকারী অবসর প্রাপ্ত পেনশন ভূক্ত কর্মকর্তা ছিলেন। তিনি কখনও কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তথাপি তিনি যুদ্ধ চলাকালীন সময়ে নানাভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। উদাহরণ স্বরূপ বলা যায়:
ক. মুক্তিযোদ্ধা শাহ মো: আবু জাফর ও তার সঙ্গিদের বাড়িতে আশ্রয় প্রদান।
খ. তৎকালীন বেয়ালমারীর মৎস্য অফিসার রমেশ চন্দ্র সাহা ও তার পরিবারকে জীবন রক্ষায় সহযোগিতা করা।
গ. স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য ও সহযোগিতা করার কারণে আমার বাবাকে পাকিস্তান আর্মিরা অপমান অপদস্ত ও নির্যাতন করে এবং আমাদের বাড়িটি আগুনে জ্বালিয়ে সম্পূর্ণ ভম্মিভূত করে দেয়।
ঘ. গুনবহা একটি হিন্দু পরিবার ভুক্ত গ্রাম, আমার বাবা তাদের সাথে সব সময় সুসম্পর্ক এবং তাদের দেখভাল করেছেন যা সর্বজন স্বীকৃত। উপরোক্ত বিষয়গুলো বর্তমানে প্রবীন ব্যক্তিরা চাক্ষুস প্রমান রয়েছেন।

২. গুনবহা মৌজায় যেখানে বর্তমানে একটি কবর স্থান রয়েছে যা আমাদের পূর্ব পুরুষের সম্পত্তি যা পরবর্তীতে খাসজমি ও নামাজ পড়িবার স্থান হিসাবে রেকর্ড ভূক্ত হয়েছে। এখানে সরকারী নিয়মনীতি মেনে মসজিদ ও মাদ্রাসা নির্মান করা হয়েছে।

৩. রাস্তার নামকরন: আমাদের পিতার দীর্ঘদিনের গ্রামবাসীর প্রতি সহযোগিতা ও সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ তার নামে সরকারী রেজুলেশন মোতাবেক পৌরমেয়র কর্তৃক একটি রাস্তার নামকরন করা হয়েছে। সামাজিক কর্মকান্ডের উদাহরণ স্বরূপ বলা যায়, তিনি দীর্ঘদিন 'বোয়লমারী চেরিটেবল ডিস্পেন্সারীর' সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন; যা গরীব অসহায় মানুষের সেবার স্বীকৃতি।

৪. মো: আতিয়ার রহমানকে একজন জামাত নেতা হিসাবে দেখানো হয়েছে এবং তার মাধ্যমে আমার বাবার অতীত গৌরবোজ্জ্বল ভূমিকাকে খাটো করে দেখানো হয়েছে। যা সম্পূর্ণ অসত্য ও অনৈতিক। জনাব আতিয়ার রহমান একজন ধর্মভীরু লোক, যার সাথে স্থানীয় বিভিন্ন জামাত নেতাদের সখ্যতা রয়েছে, যা তার একান্তই ব্যক্তিগত বিষয় এবং সামাজিক সুস্পর্কের ব্যাপার। তার মাধ্যমে আমাদের বাবাকে সম্পৃক্ত করে তার অতীত সুনামকে ক্ষুণ্ণ করার একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে যা গ্রহন যোগ্য নয়। আমাদের পিতার ৬ সন্তানের মধ্যে আমরা ৫ জনই স্বাধীনতার সপক্ষের লোক, এটা আমাদের এলাকার সবার জানা।

উপরোক্ত বিষয়ের ব্যাপারে মরহুম আব্দুর রহমান মিয়ার পরিবার বর্গ হিসাবে আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি এবং সত্য উদঘাটন করে তা জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি।

মরহুম আব্দুর রহমান মিয়ার পরিবারের পক্ষে
পুত্র ১. মো: মজিবুর রহমান
১ নং ওয়ার্ড, গুনবহা, বোয়ালমারী পৌরসভা
মোবাইল ফোন : ০১৭৮১৩৮১১৭৮
২. মো: আনিসুর রহমান মুন্নু মিয়া
১ নং ওয়ার্ড, গুনবহা, বোয়ালমারী পৌরসভা
মোবাইল ফোন : ০১৭১২৬৭৯৪৭৫

(পিএস/এএস/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test