E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কুমার নদ

২০১৭ মার্চ ১৬ ১৮:০০:৩৭
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কুমার নদ

আবু নাসের হুসাইন, সালথা : বাংলাদেশ নদী মাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, আড়িয়াল খা সমুদ্রগুলো আজও ইতিহাসে স্বরনীয় হয়ে আছে। এইসব সমুদ্র থেকেই ফরিদপুরের কুমার নদীর উৎপত্তি। জেলার বিভিন্ন এলাকার মধ্যেদিয়ে বয়ে গেছে এই নদী। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সালথা উপজেলার প্রত্যান্ত অঞ্চলের ঐতিহ্যবাহী কুমার নদ। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আগের দিনে এই উপজেলার অধিকাংশ মানুষ নদী পথে ফরিদপুর শহর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে যাতায়াত করতো। উপজেলার গট্টি ইউনিয়নের ইমামবাড়ী, রসুলপুর, ভাওয়াল ইউনিয়নের কদমতলা, নারাদিয়া, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া, হরিণা, কাগদি, যদুনন্দী ইউনিয়নের খারদিয়া বাজার, বলাইখির ঘাট, কুমারকান্দা, যদুনন্দী বাজার, বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া, বাউষখাালী, রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর বাজার, খেয়াঘাট, আটঘর ইউনিয়নের বিভাগদি, সাড়ুকদিয়া নামক লঞ্চ ঘাটগুলো ছিলো নদী পথের স্টেশন। সেই নদী পথ আজ প্রায় হারিয়ে যাচ্ছে। এখন আর উপজেলার কোথাও কোন লঞ্চ-স্টিমার বা ট্রলার চলাচল করতে দেখা যায় না। প্রায় নদীগুলোর মাঝখানে শুকিয়ে চৌচির হয়ে গেছে। কিছু এলাকায় কুমার নদীর ভিতরে ধানের আবাদ করতেও দেখা গেছে। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সালথার ঐতিহ্যবাহী কুমার নদ।

এলাকাবাসী এই কুমার নদীর উত্তাল-পাত্তাল ঢেউ ফিরে পেতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

(এএনএইচ/এএস/মার্চ ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test