E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘যুদ্ধাপরাধী ও তার দোসররা দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ২৩:১৬:৫৭
‘যুদ্ধাপরাধী ও তার দোসররা দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। গত বুধবার ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ উপনেতার পুত্র আয়মন আকবর বাবলু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় সাংবাদিকবৃন্দ। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে উপজেলা আ’লীগ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে যেয়ে শেষ হয় এবং  সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোহান মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য খোন্দকার জাকির হোসেন নিলু, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিচুর রহমান সুমন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, কাইচাইল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক ও চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল, কাইচাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউনুচ সরকার, চরযশোরদী ইউনিয়ন ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, তালমা ইউনিয়ন আ’লীগের সভাপতি তৈয়াবুর রহমান সাবেক পৌর মেয়র আলিমুজ্জামান টুলু মোল্যা, তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান, লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মঈদুল ইসলাম লিখন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আলামীন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক নগরকান্দা ও সালথার উন্নয়নের রূপকার জননেতা আয়মন আকবর বাবলু চৌধুরী যখন নগরকান্দা ও সালথায় উন্নয়নে কাজ করে যাচ্ছে।

নগরকান্দা থেকে রাজাকার মুক্ত করেছে ঠিক তখনই কিছু কুচক্রী মহল ও রাজাকারদের দোসর ও তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা আমাদেন প্রাণ প্রিয় নেতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। বক্তারা আরো বলেন, ফরিদপুরে দাড়িয়ে যারা আমাদের নেতার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের সাথে নগরকান্দা সালথা বাসীর কোন সম্পর্ক নেই। বাবলু চৌধুরীর বিরুদ্ধে কেউ মিথ্যাচার করলে তাদের রাজনৈতিকভাবে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে নগরকান্দা সালথা থেকে হাজার হাজার জনগণ নিয়ে ফরিদপুর শহর ঘেরাও করা হবে। বক্তারা আরো বলেন, যুদ্ধাপরাধী ও তার দোসররা ফরিদপুরে দাড়িয়ে আমাদের প্রান প্রিয় নেতা আয়মন আকবর বাবলু চৌধুরী বিরুদ্ধে যে মানববন্ধন কর্মসূচী পালন করে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। নগরকান্দা ও সালথার উন্নয়নে বাবলু চৌধুরী নিরালস কাজ করে যাচ্ছেন। তার উন্নয়নে এবং যোগ্য নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে যুদ্ধাপরাধী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। নগরকান্দা সালথায় কোন মামা বাহিনী নেই, শুধু মাত্র জননেতা আয়মন আকবর বাবলু চৌধুরীর নেতৃত্বে নগরকান্দা সালথার জনগন ঐক্যবদ্ধ হয়েছে।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test