E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে মন্দিরের দেয়াল ধসে নিহত ২

২০১৭ জানুয়ারি ৩০ ১৯:০০:০২
কাপ্তাইয়ে মন্দিরের দেয়াল ধসে নিহত ২

রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে একটি মন্দিরের দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চাইচিংমং মারমা (৫৫) ও অংক্যউচি মারমা (২৮)।

রাইখালী ইউপি চেয়ারম্যান সায়মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইখালী মতিপাড়া এলাকায় পুরাতন একটি মন্দির সংস্কারের উদ্দেশে ভাঙা হচ্ছিল। এ সময় আকস্মিকভাবে মন্দিরের দেয়াল ধসে দুই জন চাপা পড়ে। পরে মন্দির ভাঙার কাজ করা শ্রমিকরা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test