E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

’শিক্ষার মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে’

২০১৭ জানুয়ারি ১৬ ১৩:৪২:১০
’শিক্ষার মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে’

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য সকলকে সহযোগিতা করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখা-পড়ার মান আরো উন্নত করতে হবে। মন দিয়ে লেখা-পড়া করতে হবে। ভাল মানের লেখা-পড়ায় দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। তাই শিক্ষার মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।

আজ সোমবার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রওশন আহম্মেদের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসাবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সংসদ উপনেতার জ্যেষ্টপুত্র নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আয়মান আকবার চৌধুরী বাবলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল মোঃ মহিউদ্দীন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ।

অনুষ্ঠান পরিচলিনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (২) আব্দুল ওয়াহাব।




(এএনএইচ/এস/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test