E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিমিয় সভা

২০১৪ জুন ১৫ ১৪:৪৩:৪৯
গোপালগঞ্জে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিমিয় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সাথে দূর্নীতি প্রতিরোধ সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশনের যৌথ আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ। জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দূর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক (গবেষণা, পরীক্ষণ, প্রতিরোধ ও গণ-সচেতনা) ড. মো. শামসুল আরেফিন, জেলা শিক্ষা অফিসার রেশমা আক্তরা হাসি প্রমুখ। এ সমভায় সরকারী কর্মকর্তারা অংশ গ্রহন করেন।

সভায় বক্তরা, দূর্নীতি প্রতিরোধ করতে সরকারী কর্মকর্তাদের সাথে সাথে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

(এমএইচএম/জেএ/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test