E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বালিয়াকান্দিতে কালী মূর্তির হাত ভাংচুর

২০১৬ নভেম্বর ০৮ ১২:৫৯:৫৪
বালিয়াকান্দিতে কালী মূর্তির হাত ভাংচুর

রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামের একটি কালী মন্দিরের কালী মূর্তির ডান হাতের কয়েকটি অঙ্গুল ভাঙ্গা হয়েছে অভিযোগের কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রাকিব হায়দায়, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম পিপিএম।

ঘটনার জানার সাথে সাথে রাজবাড়ী থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। তিনি ঘটনার সত্যতা স্বীকার বলেন, যারাই হোক ঘটনাটি ঘটিয়েছে, তবে যেই এর সাথে জড়িত হোক তাকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে যে যার ধর্ম পালন করবে এটাই স্বাভাবিক।

তিনি বলেন, রাজবাড়ী জেলা পুলিশ আপনাদের পাশে আছে, আপনারা আংতকিত হবেন না। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার আসলে এলাকার লোকজন অতিরিক্ত পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় তিনি এই ইউনিয়নের দুটি মন্দিরের কার্তায়ানী পূজা মন্ডব পরিদর্শন করেন। বাঘুটিয়া মন্দির পরিদর্শনের সময় তিনি বলেন, মন্দির-মসজিদ ভাঙ্গার সাথে সমাজের কিছু কিট জড়িত এদের বিচারের মুখোমুখি দাঁড় করাতেই হবে। তিনি বলেন, আপনারা নির্ভয়ে আপনাদের ধর্ম এবং উৎসব পালন করবেন রাজবাড়ী জেলা পুলিশ আপনাদের পাশে আছে।

বালিয়াকান্দি থানার নির্বাহী কর্মকর্তা হিন্দু সম্প্রদায়ের উদ্যেশে বলেন, আমরা আপনাদের সব ধরনের সহায়তা করবো। এসময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম পিপিএম, পূজা পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্ত্তী, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদার ।



(ওএস/এস/নভেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test