E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মায়ের কাছাকাছি থাকা হলো না রাজবাড়ী জেলা পুলিশ সুপারের

২০১৬ নভেম্বর ০৬ ১২:২০:৫৩
মায়ের কাছাকাছি থাকা হলো না রাজবাড়ী জেলা পুলিশ সুপারের

রাজবাড়ী প্রতিনিধি :এক বছর আট মাস তেইশ দিন রাজবাড়ী জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালনের শেষ কর্মদিবসে একথা বলেন রাজবাড়ী জেলার আলোচিত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের আয়োজনে বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, আমি প্রথমে পুলিশ মাগুরা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করে রাজবাড়ীতে আসি। তিনি বলেন, মাগুরা থাকা অবস্থায় একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে তিনটি বছর কেটে গিয়েছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য, মানুষের নিরাপত্তার জন্য মায়ের কাছে বেশি সময় দিতে পারি নাই। এরপর রাজবাড়ীতে এসে বেশ ভাল সময় কেটেছে। একটু সুযোগ পেলেই মায়ের কাছে ছুটে যেতাম কিন্তু রাষ্ট্রীয় আদেশে আমাকে পাবনা জেলায় পুলিশ সুপারে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে থেকে মায়ের কাছে যেতে বেশ সময় লাগবে। তিনি বলেন, আমার ইচ্ছা ছিল ফরিদপুরে বদলী হলে মায়ের কাছে থাকতে পারবো কিন্তু সেই ইচ্ছা আজ পূরন হলো না। তিনি আরো বলেন, মা গ্রামে থাকতে ভালবাসে ফরিদপুরে থাকলে হয়তো বৃদ্ধ মায়ের কাছে অল্প সময়ে যেতে পারতাম।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামের ছন্দময় কবিতায় মধ্য দিয়ে প্রধান অতিথি কামরুন নাহার চৌধুরী লাভলী এমপির বক্তব্যে অনুষ্ঠান স্থলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তিনি বলেন, ফরিদপুরে এসে সত্যি মানুষের মন জয় করে গেলেন আলোচিত এই পুলিশ সুপার।
জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ী জেলা প্রশাসক বলেন, পুলিশ সুপারের সাথে আট মাস একসাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যেয়ে যে সহায়তা পেয়েছি সেটা স্মরণীয় হয়ে থাকবে।
রাজবাড়ী জেলা পুুলিশের এই আলোচিত কর্ণধার বলেন, আরো কিছু কাজ অসমাপ্ত ছিল, যেটা করে যেতে পারলে ভাল লাগতো। তিনি আরো বলেন, পাংশা চরমপন্থী এলাকা এখন পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনতে পারি নাই, দৌলতদিয়া ফেরিঘাটে দালালচক্র নিয়ন্ত্রণ করতে আরো কিছু সময়ের প্রয়োজন ছিল।

বিদায়ী এই সংবর্ধনা অনুষ্ঠানে রাজাবাড়ী পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দ পৌরসভা মেয়র শেখ মোঃ নিজাম, জেলা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিল।









(ডিবি/এস/নভেম্বর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test