E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বালিয়াকান্দিতে শিশু ধর্ষণের চেষ্টা, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর

২০১৬ নভেম্বর ০২ ১৬:০৬:১৫
বালিয়াকান্দিতে শিশু ধর্ষণের চেষ্টা, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ রাত ৮.৫০ মিনিটে আড়কান্দি গ্রামে নির্জন বাঁশ বাগানে শিশুটিকে ধর্ষণের চেষ্টার সময় চিৎকারে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ইমদাদুল(২২) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।

বালিয়াকান্দি থানার সহকারি উপপরিদর্শক কিরণ চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ইমদাদুলকে বালিয়াকান্দি হাসপাতালে পুলিশের তত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম পিপিএম বলেন, স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে ঘটনা জানতে পেরে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে স্থানীয় জনতা ইমদাদুলকে পুলিশে হস্তান্তর করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয় নাই।

(ডিবি/এএস/নভেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test