E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা উদযাপন

২০১৬ অক্টোবর ১২ ১৮:৪৫:৩৮
রাজবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরার দিনটিকে স্মরণ করছে রাজাবাড়ী জেলার ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিবছরের ন্যায় আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজবাড়ী জেলার সদর উপজেলা এবং গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে বিভিন্ন ইমামবাড়াতে

আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের নাতি ইমাম হোসাইন রাদিআল্লাহু তায়ালা আনহু সহ তার পরিবারের সদস্যরা করবালা প্রাঙ্গণে শহীদ হন। এই দিনটিকে স্মরণ করার জন্য রাজবাড়ীর বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ইমামবাড়া শরীফে সকাল থেকেই বিভিন্ন আয়োজনে আশুরা পালন করে শিয়া সম্প্রদায়ের মুসলমানেরা। ইমামবাড়া শরীফে আজকের এই দিনটিকে স্মরণ করে রাজবাড়ী ১ আসনের সাংসদ কাজী কেরামত আলী বলেন, কারবালার কথা স্মরণ করলে মন থেকে, চোখ থেকে পানি ঝরে পরে। তিনি আরো বলেন, বাংলাদেশে যে যার ধর্ম পালন করবে, এখানে কেউ যাতে কোন ধর্ম পালনে বাঁধা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

আশুরা উপলক্ষে রাজবাড়ী বিভিন্ন ইমামবাড়ীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজবাড়ী পুলিশ প্রশাসন। রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা সব ধর্মের মানুষকে সমান নিরাপত্তা নিশ্চিত করতে থাকি। তিনি আরো বলেন, নিরাপত্তার জন্য যে যে ব্যবস্থা গ্রহন করা দরকার সেটা ইতিমধ্যেই রাজবাড়ী পুলিশ প্রশাসন করছে।

(ডিবিডি/এএস/অক্টোবর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test