E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে গণপিটুনিতে ডাকাত নিহত

২০১৪ জুন ১২ ১১:৫৫:৪৭
ময়মনসিংহে গণপিটুনিতে ডাকাত নিহত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছে ট্রেন ডাকাতি করার সময় গণপিটুনিতে আহত ডাকাত সাকিল । অপর ডাকাত কুদ্দুসের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সাকিল মারা যায়। তার বাড়ি গফরগাঁও পৌর শহরের ষোলহাসিয়া গ্রামে।
উল্লেখ্য. বুধবার জামালপুরের তারাকান্দি থেকে আসা ঢাকাগামী আন্ত:নগর অগ্নিবীণা ট্রেনটি ময়মনসিংহ ছেড়ে যাওয়ার পরে একদল অস্ত্রধারী ডাকাত ডাকাতির চেষ্টা করে। এসময় যাত্রীরা ও ট্রেনের নিরাপত্তা কর্মীরা ২ ডাকাতকে আটক করে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।

পুলিশ ফাঁড়ি থেকে জনতা ডাকাতদের ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে দু’জনই গুরুতর আহত হয়। পরে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

(ওএস/জেএ/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test