E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পাংশায় দুর্গোৎসব উদযাপনে মতবিনিময় সভা

২০১৬ অক্টোবর ০১ ১৭:২২:০৩
পাংশায় দুর্গোৎসব উদযাপনে মতবিনিময় সভা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে গত শুক্রবার শহরের মাগুড়াডাঙ্গী নিতাই গৌর সেবাশ্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, পাংশাতে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত রয়েছে। উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত অব্যাহত রাখতে হবে।

এমপি জিল্লুল হাকিম আরো বলেন, বর্তমান সরকার জঙ্গি দমনে যেমন কঠোর ব্যবস্থা গ্রহন করছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা থানার ওসি এস.এম শাহ জালাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, পাংশা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দিপক কুন্ডু ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে কার্তিক চন্দ্র সাহা, দেব প্রসাদ, অধ্যাপক আশিষ কুমার বর্ধন, বিধান চন্দ্র বিশ্বাস, রতন চন্দ্র মন্ডল, প্রনব কুমার রায়, শৈলেন্দ্র নাথ বিশ্বাস, প্রনয় কুমার বাগচী ও অরুণ কুমার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু। অনুষ্ঠান উপস্থাপনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী), অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভজ গোবিন্দ দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে ও সাধারণ সম্পাদক গৌতম বসাকসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমএইচ/এএস/অক্টোবর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test