E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিক্সা ধর্মঘট

২০১৪ জুন ১১ ২১:৪৩:৪৪
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিক্সা ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে সিএনজিচালিত অটোরিক্সা শ্রমিক-মালিক ঐক্যপরিষদ।

কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিক্সা চলাচলে বাধা ও ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে বুধবারই এই ধর্মঘটের ডাক দেয় তারা।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়া সকাল থেকে ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

ধর্মঘট চলাকালে দুপুরে আশুগঞ্জ গোলচত্বর, সরাইল, সদর, বিজয়নগর উপজেলার চান্দুরা মোড়সহ মহাসড়কের বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকসা শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে।

সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিক ঐক্যপরিষদ সভাপতি মিস্টার মিয়া বলেন, অটোরিক্সা নিয়ে মহাসড়কে উঠলেই ট্রাফিক পুলিশ চালকদেরকে মারধর করে, মোটা অংকের চাঁদাদাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলেই মামলা দেওয়া হয়। এর প্রতিবাদে তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন।

হয়রানি ও চাঁদাবাজি সর্ম্পকে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড ফাঁড়ি ইনচার্জ আব্দুন নূর কোনো কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, মহামান্য হাইকোর্ট এবং যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে আমরা মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধের জন্যে কেবল দায়িত্ব পালন করছি।

(ওএস/এস/জুন ১১, ১০১৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test