E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আলোর পথে ফিরতে আত্মসমর্পন

২০১৬ আগস্ট ২৫ ১৫:৩৯:২৭
আলোর পথে ফিরতে আত্মসমর্পন

জাহেদুল ইসলাম সমাপ্ত, লালমনিরহাট : লালমনিরহাটের মোঘলহাট ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মঙ্গলবার বিকেলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে ৮৫ জন মাদক ব্যবসায়ী মাদক ছেড়ে আলোর পথে ফিরে আসার জন্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করেছেন।

মোঘলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আনুষ্ঠানিকভাবে প্রথমে ৭৫ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করতে আসলে পরবর্তীতে আরও ১০ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেন।

এ সময় আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সমাবেশের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, বিশেষ অতিথি জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাসির উদ্দিন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় ৮৫ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শপথ বাক্য পাঠ করেন।

(জেআইএস/এএস/আগস্ট ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test