E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মুক্তাগাছায় পিডিপি  প্রণয়নে পৌরসভা ভিশনিং কর্মশালা

২০১৪ জুন ০৯ ১৬:০৩:২৭
মুক্তাগাছায় পিডিপি  প্রণয়নে পৌরসভা ভিশনিং কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি : তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ ( সেক্টর ) প্রকল্পের আওতায় ময়মনসিংহের মুক্তাগাছায় পিডিপি  প্রণয়নে পৌরসভা ভিশনিং কর্মশালা আজ সোমবার পৌর পাঠাগার কাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।

দিনব্যাপী কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র আব্দুল হাই আকন্দ । অতিথি হিসাবে ছিলেন মুক্তাগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরিফ , সাবেক গণপরিষদ সদস্য ও পৌরসভার চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লা ,সাবেক পৌর মেয়র মানছুরুর রহমান খান রেজুন, পিপিটি কনসালটেন্ট দিলওয়ার হোসেন, ইঞ্জিনিয়ার শাহআলম, হামিদুর রশিদ এফসিএ প্রমুখ ।
(এমডি/এএস/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test